উত্তর : কপার-টি বলা হয় যোনিদ্বারে প্লাস্টিক লাগানোকে, যেন সহবাসের সময় বীর্যপাত হলে বীর্য জরায়ুতে পৌঁছতে না পারে। এ কপার-টি বা যেকোনো প্রতিবন্ধক লাগিয়েও সহবাস করলে রোজা ভেঙে যাবে। কাজা-কাফফারা উভয়ই ওয়াজিব হবে। সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া...